সোমবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ানস্। ফলে প্লে-অফে ওঠার যে সামান্যতম আশা ছিল তাও শেষ হয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৫২ রানে হেরেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। আর হারের পরে তার দায় দলের ব্যাটারদের উপর চাপালেন তিনি। জানালেন, ১৬৬ রান করা খুব কঠিন ছিল না।

সুত্রের খবর, ম্যাচ শেষে রোহিত (Rohit Sharma) বলেন, ‘‘যে কোনও দিন, যে কোনও পিচে ওই রান করা আমাদের উচিত ছিল। কিন্তু যে ভাবে আমরা ব্যাট করেছি তাতে আমি হতাশ। আমরা ভাল খেলতে পারিনি। এই মাঠে আমরা নিজেদের চতুর্থ ম্যাচ খেলছি। তাই আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। আমরা জানতাম এই পিচে জোরে বোলাররা সুবিধা পাবে। তাই আমাদের জুটি বাঁধা দরকার ছিল। কিন্তু সেটা আমরা করতে পারিনি।’’

আরও পড়ুন: Rahul Dravid: রাহুল দ্রাবিড় কি বিজেপিতে যোগ দিচ্ছেন?

রোহিত (Rohit Sharma) আরও বলেন, ‘‘কলকাতা প্রথম ১০ ওভারে প্রায় ১০০ রান করে ফেলেছিল। সেখান থেকে ওদের ১৬৫ রানে আটকে রাখার কৃতিত্ব বোলারদের। বিশেষ করে বুমরার। ও সত্যিই অন্য মানের বোলার। যে ভাবে ও বল করেছে তাতে আমি খুব খুশি। কিন্তু বোলারদের পরিশ্রমের দাম আমরা দিতে পারলাম না। ব্যাটারদের জন্য ম্যাচ হারতে হল।’’