করোনা(Corona) ভাইরাসের নতুন স্ট্রেন ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। আপাতত ভারতে এই স্ট্রেনের হদিশ মেলেনি।
এই পরিস্থিতিতে যে সব দেশে এই স্ট্রেনের হদিশ পাওয়া গেছে, সেখানকার সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই আবেদন রাখেন তিনি।
শনিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন,
নতুন ভ্যারিয়েন্টে যেসব দেশের মানুষ আক্রান্ত, সেইসব দেশের সঙ্গে ভারতের উড়ান পরিষেবা বাতিলের আর্জি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে।
বহু কষ্টে, আমাদের দেশ করোনা(Corona) পরিস্থিতি সামাল দিয়ে সেরে উঠছে।
নতুন এই ভ্যারিয়েন্ট যাতে ভারতে প্রবেশ না করে তার জন্য আমাদের সব রকম উচিত।
গতকাল কেজরিওয়াল ট্যুইট করে জানিয়েছিলেন,
চিকিৎসা ক্ষেত্র ও বিজ্ঞানের বিশেষজ্ঞদের সঙ্গে সোমবার একটি বৈঠক ডেকেছে দিল্লি সরকার।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোভিডের(Corona) নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলার পর এই বৈঠক ডাকা হয়েছে।
এই বিশেষজ্ঞরা দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে একটি পূর্ণ তথ্য উপস্থাপন করবেন।
কীভাবে B.1.1.529 স্ট্রেন থেকে রাজধানীকে রক্ষা করা যায় তার একটা রূপরেখা থাকবে সেই প্রেজেন্টেশনে।
বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO)-এর পরামর্শদাতা কমিটি দক্ষিণ আফ্রিকায় নতুন করে উদ্ভব হওয়া এই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের (New Corona variant B.1.1.529) নাম দিয়েছে ‘Omricron’।
এর আগে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টকে খুবই ‘দ্রুত সংক্রামক উদ্বেগজনক তালিকা’য় রেখেছিলেন বিষেশজ্ঞরা।
এর প্রভাব সারা বিশ্বজুড়েই পড়েছিল এবং খুব বেশি সংখ্যায় মানুষ এই স্ট্রেনের সংক্রমণের শিকার হয়েছিল।
এমনটাই নয়া ভ্যারিয়েন্ট ‘Omricron’-এর ক্ষেত্রেও আশঙ্কা করা হচ্ছে।