রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্রমূর্তিতে মালা দিতে গিয়ে অগ্নিদগ্ধ হতে হতে বাঁচলেন তৃণমূল কাউন্সিলর।জানা যায় এমন ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol)।
সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন।সোমবার সকালে আসানসোলের (Asansol) রবীন্দ্রভবনে পুরসভার উদ্যোগে শতকণ্ঠে রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানেই রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিচ্ছিলেন আসানসোল পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মণ্ডল।মাল্যদানের করার সময় হটাৎই আগুন লেগে যায়। কোনওক্রমে আগুন নেভানো গেলেও শিখায় পুড়ে যায় তাঁর ২টি হাত।সাথে দগ্ধ হয়েছে বলে জানা যায় তার দেহের অন্যান্য কিছু অংশও।
সূত্রের খবর দ্রুত বার্নপুরের ইস্কো হাসপাতালে তাঁকে নিয়ে যান এরপরই অনুগামীরা। সেখানে তাঁকে অক্সিজেন দিতে হয়েছে। তবে চিকিত্সকেরা জানিয়েছেন, সীমাদেবীর অবস্থা স্থিতিশীল।
আরো পড়ুন:Tmc Leader:দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত এক তৃণমূল নেতা