ইপিআইএল টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হল বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) প্রাক্তন আপ্ত সহায়ক সুশান্ত মল্লিককে।অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে সরকারি সংস্থায় টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার।
সিবিআইয়ের দাবী, বাবুল সুপ্রিয় (Babul Supriyo) শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী থাকাকালীন ওই দুর্নীতি হয়েছিল। বাবুলের প্রাক্তন আপ্ত সহায়ক ছাড়াও যুক্ত রয়েছেন ইপিআইএলের একাধিক কর্তা। অভিযোগ টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে আশুতোষ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির কাছে ৫০ লক্ষ টাকা নিয়েছিল ইপিআইএল কর্তারা।ওই ৫০ লক্ষ টাকার মধ্যে ৪০ লক্ষ টাকা চেয়ারম্যান এবং এমডিকে দেওয়া হয়েছিল। বাকি ১০ লক্ষ টাকা ভাগ হয়েছিল তত্কালীন এগ্জিকিউটিভ ডিরেক্টর এবং ম্যানেজারের মধ্যে। সিবিআইয়ের দাবী, ওই টাকার মধ্যে ৫ লক্ষ টাকা বাবুলের প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল।
এই বিষয়ে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,-“দুদিন আগে আমাদের দলে ছিলেন। তখন এসব অভিযোগ শুনিনি। এখন অন্য দলে গিয়েছে বলেই কুত্সা করব না। যারা অভিযোগ করেছেন, তদন্ত চলুক। সত্য সামনে আসবে।” অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে জানিয়েছেন,-“বাবুল সুপ্রিয় যেহেতু বিজেপিতে ছিলেন, এবং যেহেতু তিনি সাংসদ পদ ছেড়ে তৃণমূলে এসেছেন, ফলে বিজেপি যে তাঁর উপর রুষ্ট হয়েছেন, এটা স্বাভাবিক। এমনকী বিজেপির প্রতিনিধিত্ব করা জগদীপ ধনখড় পর্যন্ত বাবুলে শপথ নেওয়া ঘিরে জলঘোলা করছেন। সেই সব সূত্রেই কোথাও কিছু হচ্ছে কি না, সেই বিষয়ে আমরা খোঁজখবর নেব।”
আরো পড়ুন:Babul Supriyo:আটকে গেলো বাবুল সুপ্রিয়র শপথ,ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল