গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের(Covid-19) সংখ্যা কিছুটা কমলো। গতকাল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারের দোরগোড়ায় থাকলেও গত ২৪ ঘন্টায় তা কমে সাড়ে তিন হাজারের নিচে নেমে গিয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে গতকাল দেশে করোনার বলি হয়েছেন ৪০ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত(Covid-19) হয়েছেন ৩৪৫১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৩৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এখনো পর্যন্ত দেশে করোনার কারণে মৃত্যুর মোট সংখ্যা সরকারি হিসেবে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৬৪ জন। পাশাপাশি এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের(Covid-19) সংখ্যা সরকারি হিসেবে দাঁড়িয়েছে ৪ কোটি ৩১ লক্ষ ২ হাজার ১৯৪ জন।
অন্যদিকে দেশে কোভিড টিকাকরণ ইতিমধ্যেই ১৯০ কোটির গণ্ডি টপকে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এখনো পর্যন্ত ১২-১৪ বছর বয়সী ৩ কোটি ১ লাখ ৯৭ হাজার ১২০ জন শিশুকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও ১৮-৫৯ বছর বয়সীদের ৯ কোটি ৯৫ লাখ ২৫৬ টি করোনা টিকার সতর্কতা ডোজ দেওয়া হয়েছে।
আইসিএমআর জানিয়েছে ভারতে এখনই চতুর্থ ঢেউ আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তবে যারা এখনো স্বইচ্ছায় করোনা টিকার ডোজ নেননি তারাই বেশিরভাগ সংক্রমিত হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা।