এবার থেকে টুইট করতে লাগবে টাকা। তবে সাধারণ ব্যবহারকারীদের টুইটার (Twitter) ব্যবহার করার জন্য কোনও টাকা দিতে হবে না। আগের মতোই বিনামূল্যে তাঁরা এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে পারবেন। কিন্তু এখন থেকে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার টুইটার হ্যান্ডল ব্যবহারকারীদের কাছ থেকে টাকা নেবে টুইটার।
জানা যায় নতুন মালিক এলন মাস্ক বুধবার টুইট করে জানিয়েছেন, ‘সাধারণ মানুষের জন্য টুইটার সবসময়ই বিনামূল্যে পরিষেবা দেবে। তবে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করতে সামান্য খরচ বহন করতে হতে পারে।’
মূলত ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে টুইটার (Twitter) কেনার পরেই এলন মাস্ক জানান টুইটারের ফিচারে বেশকিছু পরিবর্তন আনা হবে। ব্যবহারকারীদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়াতে টুইটারের অ্যালগোরিদমে পরিবর্তন আনার কথা জানিয়েছেন তিনি। এমনকি ব্যবহারকারীদের জন্য টুইটারের নীতিতে স্বচ্ছতা আনা হবে বলে জানিয়েছেন মাস্ক। কীভাবে কোনও টুইটকে অতিরিক্ত রিচ দেওয়া হয়, কোন নীতি মেনে কোনও টুইটের ‘রিচ ডাউন’ করা হয়, প্রয়োজনে সেই নীতিও সমালোচকদের সামনে আনা হবে। টুইটারকে আরও উন্নত উপায়ে মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর মাস্ক।
আরো পড়ুন:Ajay Devgn : কিচ্চা সুদীপের সাথে টুইটার যুদ্ধে জড়িয়ে পড়েন অভিনেতা