এ এক অন্য রকম চিত্র।যেখানে রাজনৈতিক জীবনে পা রাখার পর অনেকেই পাল্টে যায়।নিজের অর্থনৈতিক গ্রতি বাড়াতে ব্যস্ত টাকা লুট করতে ব্যস্ত। কিন্তু সেখানে এক নজরকাড়া চিত্র দেখা গেলো আউশগ্রামে (Ausgram)।

জানা যায় আউশগ্রাম ১ নম্বর ব্লকের বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বনাথ সিং।তিনি উপ-প্রধান হওয়ার পরও ৪ বছর ধরে সবজি ফেরি করে আসছেন।মূলত কারণ একটাই, ২০ বছরের পেশা ছাড়তে নারাজ তিনি।তাই এখনও সাইকেলে চেপে সবজি বিক্রি করেই সংসার জীবন কাটাচ্ছেন তিনি।প্রতিদিন ১৫০-২০০ টাকা পর্যন্ত লাভ করেই এইভাবেই ৪ জনের সংসার চালান তিনি।

তবে তার এই পেশার জন্য অনেকেই আবার দেখা যায় ঠাট্টা করেন।অনেকে তাকে প্রশ্ন করেন, আপনি একজন জনপ্রতিনিধি। তথাপি এইভাবে ফেরি করছেন?তবে এইসব উত্তরের পরিপ্রেক্ষিতে বিশ্বনাথবাবু বলেন, উপপ্রধানের পদ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু এই পেশা সারাজীবন থেকে যাবে। তাই নিজের কাজ নিজেই করতে হবে।

 

আরো পড়ুন:App Cab: আগামী মাস থেকেই অ্যাপ ক্যাব সংস্থাগুলির ওপর নজরদারি শুরু করবে পরিবহন দপ্তর