ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হলেন বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হলেন তিনি। বৃহস্পতিবার স্টোকসের নাম টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করল ইসিবি।
সুত্রের খবর, দায়িত্বের পর স্টোকস (Ben Stokes) বলেছেন, ‘‘ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এটা অবশ্যই একটা বিশেষ ব্যাপার। আসন্ন গ্রীষ্ম থেকে কাজ শুরু করা ব্যাপারে আমি উত্তেজিত। ইংল্যান্ডের ক্রিকেটের জন্য রুট যা যা করেছে, সে সবের জন্য ওকে ধন্যবাদ জানাতে চাই। ও সব সময়ই ক্রিকেট খেলাটার এক জন দুর্দান্ত দূত। নেতা হিসেবে আমার পরিণত হয়ে ওঠার পিছনেও সাজঘরে ওর প্রচুর অবদান রয়েছে। চাইব আগামী দিনেও রুট আমার সহযোগী হিসেবে এই কাজটা চালিয়ে যাক।’’
আরও পড়ুন: Glenn Maxwell: পার্টি দিলেন ম্যাক্সওয়েল
অন্যদিকে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছেন, ‘‘স্টোকসকে (Ben Stokes) নেতৃত্বের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া নিয়ে আমার কোনও দ্বিধা ছিল না। আমরা যেমন চাই তেমন মানসিকতা রয়েছে স্টোকসের। আমরা চাইব ও জাতীয় দলকে লাল বলের ক্রিকেটে আগামী স্তরে এগিয়ে নিয়ে যাক। ও প্রস্তাব গ্রহণ করায় আমি উচ্ছ্বসিত। অতিরিক্ত দায়িত্ব এবং এই সম্মানের জন্য স্টোকস প্রস্তত। ও এই সুযোগটার যোগ্য।’’