স্বাভাবিক ছন্দে নেই বিরাট কোহলী (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাও খেলতে পারেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলার কথা ভারতের। সেই সিরিজে একাধিক ভারতীয় ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
সুত্রের খবর, বোর্ডের এক নির্বাচক এবিষয়ে বলেন, “এমন নয় যে এটাই প্রথম কোনও ক্রিকেটার খারাপ ছন্দে রয়েছে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। আমরা ভাবছিলাম তরুণদের সুযোগ দেওয়ার কথা। সেই কারণে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হতে পারে। বিরাটকে (Virat Kohli) বিশ্রাম দেওয়া হবে। তবে ও নিজে যদি খেলতে চায় তা হলে ভেবে দেখতে হবে। দল নির্বাচনের আগে ওর সঙ্গে কথা বলা হবে।”
আরও পড়ুন: Riyan Parag: রিয়ান পরাগ এবং হর্ষল পটেলের মধ্যে বাকযুদ্ধ
সেই নির্বাচক আরও বলেন, “বিরাটের (Virat Kohli) সঙ্গে এখনও কথা হয়নি আমাদের। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ও। বিরাটের সময় প্রয়োজন। আইপিএল শেষ হলে আমরা কথা বলব। ওর বিশ্রাম প্রয়োজন কি না সেটা জানতে চাইব। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট খেলবে। তবে বিরাট কি চাইছে সেটার উপর সব কিছু নির্ভর করবে। আমাদের বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।”