সাতসকালে বাঁকুড়া সারেঙ্গা এলাকায় তৃণমূল নেতাদের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার (Maoist posters) উদ্ধার হল।যার ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার সারেঙ্গায়।সারেঙ্গা থানার অন্তর্গত গোয়ালবাড়ি অঞ্চলের আঁধারিয়া এলাকায় লাগানো ছিল পোস্টারগুলি।
জানা যায় সারেঙ্গা থানার ভুসুড়ি গ্রামে একটি পুকুর লাগোয়া স্নানের ঘরের দেওয়ালে এই পোস্টার নজরে আসে। স্থানীয়রাই দেখেন সেটি। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে। সাদা কাগজে লাল কালিতে লেখা, ‘আমাদের নেতা কিষেণজির মৃত্যুর বদলা চাই। বর্তমান সরকারের কর্মচারীরা যে সমস্ত দুর্নীতি করে চলেছে তাদের বলছি তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে। বল হরি হরি বল।’ অন্য একটি পোস্টারে আবার লেখা হয়েছে ‘খেলা হবে খেলা হবে। এবার তো আমরা খেলব টিএমসি নেতাদের সঙ্গে।’
এই পোস্টারগুলি নজরে আসতেই খবর দেওয়া হয় সারেঙ্গা থানার পুলিশে।পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে। সাদা কাগজের উপর লাল কালীতে হাতে লেখা ওই পোস্টারগুলিতে দুর্নীতিতে যুক্ত সরকারী কর্মী ও শাসক দলের নেতাদের হুমকি দেওয়া হয়েছে। একই পোস্টারে কিষানজির মৃত্যুর বদলা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তবে এই পোস্টার কে বা কারা দিল তদন্ত শুরু করেছে পুলিশ।
আরো পড়ুন:TMC:মাওবাদী বাড়ার আতঙ্কে বাড়তি নিরাপত্তার আবেদন পাঁচ তৃণমূল নেতার