ফের বিজেপির (BJP) গোষ্ঠী কোন্দল প্রকাশ্য চলে এল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সফরের আগে মুর্শিদাবাদে বিজেপিতে ঘটল ভাঙন। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এবার দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেন বিজেপির দুই নেতা।

 

জানা যায় বিজেপির ওই দুই নেতা হলেন, একজন মুর্শিদাবাদ জেলার (দক্ষিণ) সাধারণ সম্পাদক প্রতাপ হালদার। আরেকজন মুর্শিদাবাদ জেলা (দক্ষিণ) কর্মস্মিতির সদস্য তড়িত্‍ কান্তি সরকার।দু’জনেই দক্ষিণ মুর্শিদাবাদের জেলা সভাপতি শাখারভ সরকারের বিরুদ্ধে ‘একনায়কতন্ত্র’ চালানোর অভিযোগ তুলেছেন।

 

সূত্রের খবর রবিবার ২ বিজেপি নেতা সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের (Resign) কথা ঘোষণা করেন। অভিযোগ, দলের প্রকৃত যোগ্যদের সুযোগ না দিয়ে স্বজনপোষণ করা হয়। আরও অভিযোগ, জেলা সভাপতি ঘনিষ্ঠরাই পেয়েছিলেন পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ। শুধু তাই নয়, মণ্ডল সভাপতি নির্বাচনেও জেলা সভাপতির ঘনিষ্ঠ অযোগ্যরাই সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন বিক্ষুব্ধ ২ নেতা। ক্ষুব্ধ নেতাদের দাবি, তাঁরা কাজ করতে চাইলেও তা করতে দেওয়া হয় না।

 

আরো পড়ুন:Modi : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল থেকে ১২ কিমি দূরে বিস্ফোরণ