ঝালদায় (Jhalda) নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ছেলেকে প্রকাশ্য রাস্তায় হুমকি দেওয়ার অভিযোগ উঠল এবার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

 

সূত্রের খবর শনিবার তপন কান্দু ছেলে দেবু কান্দু পুলিশে অভিযোগ জানান, সকাল ৯টা নাগাদ বাজারে যাওয়ার সময় তাঁর পথ আটকে দাঁড়ান ভীম তিওয়ারি। এরপর হুমকি দিয়ে বলেন, ‘তদন্তের নামে বাড়াবাড়ি হচ্ছে।’ এমনকি এদিন তিনি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন।

 

মূলত তপন কান্দু খুনের পর পুলিশকে যে কয়েকজনের নাম বলেছিলেন স্ত্রী পূর্ণিমা কান্দু, তার মধ্যে ছিলেন ভীম তিওয়ারি। তপন কান্দুর পরিবারের দাবি, খুনের ষড়যন্ত্রকারীদের অন্যতম ভীম তিওয়ারি। তাঁকে একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদও করে সিট।তপনবাবু যে ওয়ার্ড থেকে জিতেছিলেন, ঝালদা পুরসভার সেই ১২ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ভীম। পুরভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে অগ্রণী ভূমিকা নেন তিনি। তপন কান্দু খুনের পর প্রথম থেকেই জড়ায় তাঁর নাম।এবার আবার তার বিরুদ্ধে উঠল এমন অভিযোগ।যদিও জানা যায় পুরো অভিযোগ অস্বীকার করেছেন ভীম তিওয়ারি।

 

আরো পড়ুন:Tapan Kandu murder case:তপন কান্দু খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার