এবারের আইপিএলে তেমনভাবে ছন্দে নেই বিরাট কোহলি (Virat Kohli)। পর পর দুই ম্যাচে প্রথম বলেই আউট হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শুধু আইপিএলেই এই নিয়ে পাঁচ বার গোল্ডেন ডাক করলেন কোহলি।

আজ, শনিবার হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধেও প্রথম বলেই আউট হলেন বিরাট (Virat Kohli)। অর্থাৎ আরও একটা গোল্ডেন ডাক। এ দিন তাঁকে সাজঘরে ফেরালেন মার্কো জানসেন। প্রথম বলেই খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো এডেন মার্করামের হাতে ধরা পড়েন তিনি।

আরও পড়ুন: Jos Buttler: তিনটি শতরান করে কী বললেন বাটলার

ক্রিকেটীয় পরিভাষায়, শূন্য রানে কোনও ব্যাটার আউট হলে বলা হয় ডাক (হাঁস)। আবার প্রথম বলেই শূন্য রানে আউট হলে বলা হয় গোল্ডেন ডাক (সোনালী হাঁস)। বিরাট কোহলির (Virat Kohli) ক্ষেত্রেও পর পর দু’ম্যাচে ঠিক তাই ঘটল। এ বারের আইপিএলে ৮ ম্যাচে এখনও পর্যন্ত কোহলির সংগ্রহ মাত্র ১১৯ রান।