আজ, শনিবার ফের মুখোমুখি হয়েছিল কলকাতা-গুজরাত। আফগান স্পিনার রসিদ খান (Rashid Khan) এবার খেলছেন। দুর্দান্ত বোলিংয়ের জন্যই রসিদকে ম্যাচের সেরা বেছে নিলেন ম্যাচ রেফারি, আম্পায়াররা।
রশিদ খান (Rashid Khan) কলকাতার বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। বেঙ্কটেশ আয়ার (১৭) এবং শিবম মাভিকে (২) আউট করলেন তিনি। এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর গুজরাতের জয় একরকম নিশ্চিত হয়ে যায়। একা আন্দ্রে রাসেলের পক্ষে ওভার প্রতি ১৫-১৬ রানের লক্ষ্য তাড়া করে কেকেআরকে জেতানো কঠিন হয়ে যায়। উইকেটের অন্য প্রান্তে দ্রুত রান তোলার মতো কেউ আর অবশিষ্ট ছিল না কেকেআর শিবিরে। তাঁর বোলিংয়ের সামনে স্বচ্ছন্দ ছিলেন না রাসেলও।
আরও পড়ুন: Mustafizur Rahman: টেস্ট না খেলার সিদ্ধান্ত মুস্তাফিজুরের!
আফগান লেগ স্পিনার রসিদ (Rashid Khan) দু’টি গুরুত্বপূর্ণ উইকেট তোলার পাশাপাশি কৃপণ বোলিং করেও নাইট শিবিরের উপর চাপ বাড়ান। সে কারণেই রশিদ খানকে ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে।