জেলার রাজনীতিতে ক্রমশ থাবা বসাচ্ছে (AAP) আম আদমি পার্টি। বিভিন্ন দল ছেড়ে AAP-এ যোগ দিচ্ছেন অনেকেই। শনিবারও‌ দেখা গেল‌ সেই দৃশ্য।

শতাধিক যুবক যোগ দিলেন কেজরিওয়ালের দলে। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাজ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে হরিশ্চন্দ্রপুর

বিধান সভার সাত যুবক মাস খানেক আগে আম আদমি পার্টিতে যোগদান করে সংগঠন বিস্তার করতে শুরু করেন।

মাস খানেক কাটতে না কাটতেই তাদের ঐকান্তিক প্রচেষ্টায় হরিশ্চন্দ্রপুরে হাজার হাজার মানুষ আম আদমি পার্টিতে যোগদান করেন।

শনিবার সকাল ১১টা নাগাদ হরিশ্চন্দ্রপুরে এক সাংগঠনিক সভায় প্রায় শতাধিক যুবক বিভিন্ন দল ছেড়ে আম আদমি পার্টিতে যোগদান করেন বলে দাবী।

এদিন (AAP) আম আদমি পার্টিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন

হরিশ্চন্দ্রপুর বিধান সভার আম আদমি পার্টির দায়িত্বপ্রাপ্ত সদস্য হাবিব খান ও মালদা জেলা আম আদমি পার্টির সদস্য সহরাফ আলী।

আপে যোগদানকারীরা জানালেন, দিল্লীর পর পাঞ্জাবে ক্ষমতা অর্জন করেছেন আম আদমী পার্টি। সততার সঙ্গে জনকল্যাণমূলক কাজ করে চলেছেন কেজরিওয়াল।

দিল্লীবাসীর জন্য ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত্‍ বিল ফ্রি করে দিয়েছেন, মহিলাদের জন্য বাসে ফ্রি ভাড়া চালু করেছেন, সরকারি শিক্ষা ব্যবস্থায়

আধুনিক পরিকাঠামো ও উন্নত মানের শিক্ষা চালু করায় সব শ্রেণির মানুষের ছেলেমেয়েরা এক ছাতার তলায় পড়াশোনার সুযোগ পেয়েছে।’

তারা জানান, এছাড়াও সরকারি হাসপাতালগুলিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিত্‍সা পরিষেবা শুরু করেছেন।

এই সকল জনকল্যাণমূলক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে বাংলার মানুষ। তাই বাংলায় প্রয়োজন আপের।