উপাচার্য (Visva-bharati) বিদ্যুত্ চক্রবর্তীর বাড়ির প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ার চেষ্টা আন্দোলন কারীদের।
দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে ধুন্ধুমার বিশ্বভারতীতে।
জীবনের হুমকি রয়েছে জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে এসওএস বার্তা পাঠিয়ে সুরক্ষা চান উপাচার্য।
এরপরেই সক্রিয় হয়ে ওঠে শান্তিনিকেতন থানার পুলিশ এবং কিছু লোককে আটক করা হয়েছে। পাশাপাশি বেসরকারি নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে উপাচার্যের বাড়িতে।
বাম ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছে বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুত্ চক্রবর্তীকে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করেছিলেন। তাই অভিযোগ রয়েছে যে, আন্দোলনকারীরি সাংবিধানিক নিয়মের পরিপন্থী উপাচার্যের বাড়িতে প্রবেশ করা সত্ত্বেও, পুলিশ
সক্রিয়ভাবে কাজ করছে না এবং ইচ্ছাকৃতভাবে তাঁর ওপর হামলার জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে।
উল্লেখ্য, সর্বশেষ বিতর্ক হল বিশ্ববিদ্যালয় (Visva-bharati) ক্যাম্পাসে দ্বাদশ শ্রেণির ছাত্রের সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু নিয়ে।
অসীম দাস নামে এক ছাত্রের মৃত্যুর পর শুক্রবার উপাচার্যের বাড়ির সামনে তার অভিভাবকরা ধর্নায় বসে থাকলেও বৈঠক না হওয়ায় ছাত্র
সংগঠনগুলো আন্দোলন তীব্র করে এবং উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং প্রথমে প্রধান ফটক ভেঙে দেয়।
এই বিষয়ে রাজ্যপাল ট্যুইট করেন, ঘটনায় আতঙ্কিত উপাচার্য তাঁকে
মেসেজে বলেছেন, ‘আমার জীবন ঝুঁকিতে রয়েছে, দয়া করে আমাকে নিরাপত্তা দিন। নাহলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।’
রাজ্যপাল ট্যুইটে জানান, উপাচার্যের বার্তা মুখ্যসচিবের কাছে পাঠানো
হয়েছে এবং মুখ্যসচিব জানিয়েছেন, ডিজিপি, পুলিশ সুপার, জেলাশাসককে সতর্ক করা হয়েছে ও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।