ফের কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।দিল্লির জাহাঙ্গীরপুরীতে বেআইনি উচ্ছেদের ঘটনায় অসন্তোষ প্রকাশ করলেন তিনি।

 

সূত্রের খবর বুধবার সকালে পুলিশের উপস্থিতিতে জাহাঙ্গীরপুরীতে বেআইনি দখল উচ্ছেদের অভিযানে নামে পুরনিগম। বুধ এবং বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানানো হয়েছিল। বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয় অনেক দোকান, বেআইনি বাড়ি। কিন্তু, উচ্ছেদ অভিযানে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

 

জানা যায় রাহুল গান্ধী এই উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা করে টুইটে লিখেছেন, ভারতের সাংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করা হচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দরিদ্র ও সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। নিজেদের অন্তরে থাকা ঘৃণাকে বুলডোজ করা উচিত বিজেপির।

 

আরো পড়ুন:Hanshkhali : হাঁসখালি কান্ডে জেপি নাড্ডাকে রিপোর্ট বিজেপি কমিটির