নার্সারির জমিতে মাটি ফেলার কাজের জন্য ২ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। টাকা না দেওয়ায় ফলতায় (Falta) এক ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রীকে, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য।
ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। জানা গেছে, স্থানীয় ইঞ্জিনিয়ার কুন্তল মজুমদারের বাড়ি সংলগ্ন জমিতে একটি নার্সারি আছে। কুন্তলবাবু অভিযোগ করেন, সেই জমিতে মাটি ফেলার জন্য আগের বছর ৫০ হাজার টাকা চান দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন প্রামাণিক। কুন্তল জানান যে, সেই টাকা দিতে চাননি তিনি। চলতি বছর মার্চ মাসের ১৯ তারিখ সেই জমিতে মাটি ফেলার কাজ শুরু করেন। তখনই তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা চাওয়া হয়। তাঁর অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় তাঁকে হুমকি দেন সনাতন প্রামাণিক।বাকবিতন্ডার মধ্যেই জমিতে ফেলে তাঁকে বাঁশ দিয়ে মারা হয় বলে কুন্তল মজুমদারের অভিযোগ। সেই সময় স্বামীকে বাঁচাতে পার্টি অফিস যান স্ত্রী জুলি মজুমদার। অভিযোগ, সেই সময় তাঁকেও মারধর করা হয়।
সূত্রের খবর এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তাঁদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিত্সাধীন ছিলেন তাঁরা। জানা গেছে জুলিদেবীর শিরদাঁড়ায় চোট লেগেছে। তবে এখন তাঁরা সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পেলেও গ্রাম ছাড়া এই দম্পতি।যদিও জানা যদি এই পুরো অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।