কর্নাটকে কাজ করতে গিয়ে বাংলার ৫ মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে দু লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিল রাজ্য সরকার (State Government)। মঙ্গলবার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক সুমিত কুমার গুপ্তা,সভাধিপতি বিনা মন্ডল, বিধায়ক হাজী নূরুল ইসলাম ও রহিমা মন্ডল, কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সহ অন্যান্যদের উপস্থিতিতে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
মূলত ঘটনা জানার ২৪ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেগঙ্গার ৫ মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হল। বিজেপি শাসিত কর্ণাটকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে দেগঙ্গা বিধানসভা এলাকায় ৩ জন ও হাড়োয়া বিধানসভা এলাকার ২ জন রয়েছেন। মঙ্গলবার বারাসাতে উত্তর ২৪ পরগনার জেলা শাসকের দপ্তরে এই ৫ পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,বাম আমলে কোনো শ্রমিকের মৃত্যু হলে ক্ষতিপূরণ পেতে এক বছরেরও বেশি সময় লেগে যেত। সেখানে ২৪ ঘন্টার মধ্যেই মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দিয়েছে রাজ্য সরকার।এর সাথে রাজ্যের মন্ত্রী এদিন সমস্ত রকম ভাবে পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।
আরো পড়ুন:Deganga:দেগঙ্গায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে রাজ্য সরকার