সিএসকের (CSK) অধিনায়কের মুকুট খুলে রেখেছেন তিনি। তবুও যেন বকলমে তিনিই নেতৃত্ব সামলাচ্ছেন। অন্তত ফিল্ডিং পরিবর্তন থেকে শুরু করে বোলারদের সঙ্গে পরিকল্পনা, সবেতেই দেখা যাচ্ছে তাঁকে। আর তাই নিশ্চিন্তে বাউন্ডারিতে ফিল্ডিং করছেন অধিনায়ক রবীন্দ্র জাডেজা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও দেখা গেল সেই ছবি। ধোনির জালে আউট হলেন বিরাট কোহলী।
বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৬ রান করে সিএসকে (CSK)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফ্যাফ ডুপ্লেসির উইকেট হারায় আরসিবি। দলকে জেতানোর দায়িত্ব ছিল কোহলীর উপর। কিন্তু কোহলী মাত্র ১ রান করে আউট হয়ে যান। তাতে অবশ্য বড় কৃতিত্ব ধোনিরই।
আরও পড়ুন: Khaled Ahmed: খালেদের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করল আইসিসি
ডিপ স্কোয়্যার লেগ অঞ্চলে কোনও ফিল্ডার ছিল না সিএসকের (CSK)। কিন্তু শেষ মুহূর্তে হাতের ইশারায় সেখানে শিবম দুবেকে দাঁড় করিয়ে দেন ধোনি। মুকেশের শর্ট পিচ বলে পুল করার লোভ সামলাতে পারেননি কোহলী। কিন্তু বল ঠিক মতো ব্যাটে না লাগায় ছক্কা হয়নি। কিছুটা দৌড়ে এসে বল তালুবন্দি করেন শিবম। সাথে সাথেই আউট হয়ে যান কোহলী।