এবারের আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স। সেই দলের অধিনায়ক হার্দিক পান্ড্য়া (Hardik Pandya)। আইপিএলে ভালো খেলছে হার্দিকের দল। তবে জয়ের হ্যাটট্রিকের পরে অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হল তাদের। হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছে গুজরাত টাইটান্স। বোলিং করার সময় মহম্মদ শামিকে কটূক্তি করে বিতর্কেও জড়িয়েছেন হার্দিক। সোমবারের খেলায় অবশ্য সব কিছুই তাঁর বিরুদ্ধে যায়নি। এই ম্যাচেই নতুন নজির গড়লেন হার্দিক।
সেদিনের ম্যাচে ব্যাট হাতে অর্ধশতরান করেছেন হার্দিক (Hardik Pandya)। শুরুতে ভালো বোলিংও করেছেন তিনি। পরের দিকে মার খেলেও উইকেট নিয়েছেন। পারফরম্যান্সের দিক থেকে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এই ম্যাচেই আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম একশো ছয় মারার নজির গড়লেন গুজরাত অধিনায়ক।
আরও পড়ুন: Hardik Pandya: আইপিএলের প্রথম ম্যাচে হেরে কি বললেন হার্দিক
সুত্রের খবর, দ্রুততম একশোটি ছয় মারার ক্ষেত্রে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হলেন হার্দিক (Hardik Pandya)। আইপিএলে একশোটি ছয় মারতে হার্দিক খেলেছেন ১০৪৬টি বল। অন্যদিকে তাঁর থেকে দ্রুততম একশোটি ছয় মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার ক্রিস গেল এবং আন্দ্রে রাসেল।