বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা তথা বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখ রবিবার রামনবমীর আয়োজন করেন। সেখানেই বীরভূম (Birbhum) জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সুস্থ ও মঙ্গল কামনায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। এর পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং অন্যান্যদের মঙ্গল কামনায়।
জানা যায় এই পুজোর দায়িত্বে থাকা পুরোহিত এন. মিশ্রা জানিয়েছেন, “অনুব্রত মণ্ডল অসুস্থ। তার আরোগ্য কামনায় এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ এনাদের মঙ্গল কামনায় এদিন এই রাম নবমীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়।” একইভাবে পুজোর উদ্যোক্তা ওমর শেখ জানিয়েছেন, “অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন। উনার সুস্থ কামনাই আমরা বিশেষ পুজো দিয়েছি। এছাড়াও চন্দ্রনাথ সিনহা, সুদিপ্ত ঘোষ সহ অন্যান্যদের মঙ্গল কামনায় বিশেষ পূজা দিয়েছি।”
অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই রামনবমীর আয়োজনকে কটাক্ষ করেছেন বোলপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, “একসময় তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধ্বনিকে গালিগালাজ দেওয়া ভাবছেন। যাক এখন তারাই এই রামচন্দ্রের পুজোয় মেতেছেন এটাই ভালো লক্ষণ। রামচন্দ্র পাপি, পুণ্য সবার।”
আরো পড়ুন:Abhishek Banerjee : তৃণমূল বিশুদ্ধ লোহাতে তৈরি বললেন অভিষেক