বীরভূম জেলার রামপুরহাট থানার বগটুই(Bugatui) গ্রামে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় শুক্রবারই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।আর শুক্রবারই রামপুরহাট আদালতে আনা হয়েছে বগটুই কাণ্ডে মুল অভিযুক্ত আনারুল হোসেনকে। সিবিআইয়ের টিম নিয়ে এসেছে আনারুলকে। আদালতে ঢোকার সময় আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি।

ঠিক কী বলেছেন এদিন আনারুল হোসেন?জানা যায় শুক্রবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিচারব্যবস্থার উপর বিশ্বাস আছে। নেত্রীর প্রতি আস্থা আছে। আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।’

কিন্তু কে বা কারা আনারুলকে ফাঁসালো?‌ এই বিষয়ে আদালতে ঢোকার সময় সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবি, ‘‌যারা টিভিতে ফলাও করে বলেছে তারাই আমাকে ফাঁসিয়েছে।’‌ এই মন্তব্য এখন রাজ্য-রাজনীতিতে জোর বিতর্কের সৃষ্টি করেছে। কারণ এই অভিযোগ দুপক্ষের ক্ষেত্রেই হতে পারে। এক, তৃণমূল কংগ্রেসের নেতারা। দুই, নিহতদের পরিবারের সদস্যরা। যদিও জানা যায় আনারুল কিছু স্পষ্ট করেননি।

 

আরো পড়ুন:Arrested:রামপুরহাট হত্যাকাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার চার জন