রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস।অভিযোগ আসল সময়ের চেয়ে বেশি সময় ধরে জাতীয় সঙ্গীত গেয়েছেন তিনি। ফলে জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে এই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ তৃণমূল।
জানা যায় বুধবার কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন অভিযোগ দায়ের করেন।তিনি ই-মেলের মাধ্যমে কাঁথি থানার অফিসার ইন চার্জের কাছে বিরোধী দলনেতার নামে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ দায়ের করেন।অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ পাঁচজনের দিকে।কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের অভিযোগ, ‘ওই অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে জাতীয় সংগীত অবমাননা করা হয়েছে। ৫২ সেকেন্ডের পরিবর্তে ১ মিনিট ধরে জাতীয় সংগীত গাওয়া হয়েছে। এটি জাতীয় সংগীত অবমাননা ছাড়া কিছুই নেই।”
সূত্রের খবর ঘটনার সূত্রপাত ২৯ মার্চ। কাঁথির পোস্ট অফিস মোড়ে, জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদসভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই কাঁথির ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাস, ভুল জাতীয় সঙ্গীত গান বলে অভিযোগ ওঠে। যার প্রতিবাদে তেসরা এপ্রিল, পাল্টা সভার ডাক দেয় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।এই ঘটনায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)ছাড়াও অভিযোগ দায়ের হয়েছে উত্তর কাঁথির বিধায়িক সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, উত্তর কাঁথির প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতির বিরুদ্ধে।এবিষয়ে শুভেন্দু অধিকারী-সহ অন্য অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরো পড়ুন:Modi : নরেন্দ্র মোদীর টুইটে বিতর্কিত কটাক্ষ নেটনাগরিকদের