রাশিয়ার সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভালো চোখে দেখছে না আমেরিকা(America)। প্রথম থেকেই রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ বৈঠকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। আন্তর্জাতিক মহলে এর জন্য ভারত প্রশংসিত হলেও ভারতের মৌনতার জন্য প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল আমেরিকা। আর এবার ভারতকে চরম হুঁশিয়ারি দিল ওয়াশিংটন ডিসি।

রাশিয়ার সঙ্গে সম্প্রতি ভারতের বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে। নয়াদিল্লির এরূপ কার্যকলাপে ক্ষুব্ধ মার্কিন আধিকারিকেরা। তাই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার ফল যে ভয়ঙ্কর হতে পারে এমনটা সতর্কবার্তা দিয়েছে আমেরিকা(America)। হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের অধিকর্তা ব্রায়ান ডিজ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা চিন এবং ভারতের সিদ্ধআন্তে হতাশ হয়েছি। বিশেষ করে আগ্রাসনের ইস্যুতে।’

পশ্চিমী দেশগুলির রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানো পরেও রাশিয়া থেকে তেল আমদানি করতে চেয়েছে ভারত। এতে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা(America)। তাই ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র কড়া বার্তা দিয়েছে যে কূটনৈতিক স্তরে মস্কোর সাথে ভারতের বন্ধুত্বের উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদী ফল ভুগতে হতে পারে ভারতকে।

গত সপ্তাহে মার্কিন উপ-মুখ্য নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে আসেন। তিনি দিল্লীতে ভারতীয় আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানিয়েছেন, ‘ভারত সফরে গিয়ে দলীপ আমাদের অবস্থান ভারতীয় আধিকারিকদের স্পষ্ট করেছেন। আমরা মনে করি রাশিয়ার থেকে জ্বালানি এবং অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর জন্য ভারতের কোনও স্বার্থ আছে।’

যদিও এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রক এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে ভারতের বিদেশ মন্ত্রী সুব্রহ্মন্যম জয়শংকর সংসদে দাঁড়িয়ে বলেছেন, ‘রাশিয়া ভারতের গুরুত্বপূর্ণ সঙ্গী। অন্য সব দেশের মতো আমরাও সব বিষয়ে নজর রাখছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা আমাদের জাতীয় স্বার্থের কথা ভেবে পদক্ষেপ করছি।’