দ্রব্যমূল্যর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে এবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়।

রান্নার তেল থেকে শুরু করে সব্জি- মাছ, অথবা হেঁসেলের প্রয়োজনে ব্যবহৃত অন্যান্য সামগ্রীর দাম যেভাবে বাড়ছে, তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও।

নবান্ন সূত্রে খবর, আজ নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে কৃষি বিপণন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি মত্‍স্য, খাদ্য, খাদ্য সরবরাহ সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতার মূল বাজারগুলির প্রতিনিধিদেরও বৈঠকে থাকার কথা।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ছাড়াও মুখ্যসচিব, কলকাতা পুরসভার কমিশনার, কলকাতার পুলিশ কমিশনারও এই বৈঠকে উপস্থিত থাকবেন।

সবপক্ষের সঙ্গে কথা বলে দাম বাড়ার প্রকৃত কারণ জানতে চান মুখ্যমন্ত্রী। তার উপরে ভিত্তি করেই প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন তিনি।

গত দু’ সপ্তাহেরও বেশি সময় ধরে ক্রমাগত বাড়ছে পেট্রোল- ডিজেলের দাম। যার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও ঊর্ধ্বমুখী।

বিশেষত মাছ, পেয়াঁজের মতো যে পণ্যগুলির উপরে অন্য রাজ্যের উপরে

নির্ভরশীল থাকতে হয়, সেগুলির দাম বেশি বেড়েছে। কারণ ডিজেলের দাম বাড়ায় বৃদ্ধি পেয়েছে পরিবহণ খরচ।

বাজারে দাম নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে।

শহর এবং জেলার বাজারগুলিতে সঠিক দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হচ্ছে কি না, তা দেখার কথা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।

আজকের বৈঠকে ইবি কর্তাদেরও উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দাম নিয়ন্ত্রণে অতীতে টাস্ক ফোর্সও গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।