কিছুদিন আগেই গুজব রটেছিল যে পাক প্রধানমন্ত্রীর পদ থেকে হয়তো ইস্তফা দিতে হবে ইমরান খান(Imran Khan)-কে। এইবার সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের অপসারণের সরকারি নির্দেশিকা জারি করা হলো। নির্দেশিকা জারি করেছে পাকিস্তান ক্যাবিনেট সচিবালয়। যদিও এই বিষয়ে কোনো জবাব দেননি ইমরান খান।
রবিবার পাক জাতীয় আস্থা ভোট কে ঘিরে একের পর এক নাটকীয় মোড় নেয় ঘটনাপ্রবাহ। রবিবার ইমরান খানের(Imran Khan) বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাশিম খান সুরি খারিজ করে দিয়ে বলেন যে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাকিস্তানের সংবিধানের ৫ নম্বর ধারার পরিপন্থী।
অন্যদিকে রবিবারই ইমরান খান(Imran Khan) জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানিয়েছিলেন যে তিনি পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে সংসদ ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছেন। সাথে তিনি এও বলেন যে দেশের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য সাধারণ মানুষকেই যেন অধিকার দেওয়া হয়। দ্রুত নির্বাচন সম্পন্ন করার দাবি জানান তিনি।
ইমরান খানের(Imran Khan) আর্জি মতই প্রেসিডেন্ট আরিফ আলভি পাক সংসদ ভেঙে দেন এবং পাকিস্তানের সরকার ঘোষণা করে যে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তারপরেই বদলে যায় ঘটনাপ্রবাহ। পাক সরকার নয়া বিবৃতি জারি করে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের কথা জানিয়ে দেয়।