পুরুলিয়ার (Purulia) ঝালদা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে এবার গ্রেফতার তার দাদা নরেন কান্দু। জিজ্ঞাসাবাদের পর শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।কংগ্রেস কাউন্সিলার খুনের ঘটনায় এর আগে থেকেই নরেন কান্দুর ছেলে দীপককে গ্রেফতার করেছিল পুলিশ। এ দিন নরেন্দ্রকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। এ ছাড়াও আসিফ খান নামে ঝালদার এক ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ।সবমিলিয়ে ঝালদা কান্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।
সূত্রের খবর ভাড়াটে খুনী কলেবর সিংকে জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মোটা টাকা সুপারির বিনিময়ে পুরুলিয়ার (Purulia) ঝালদা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয় বলে জানা যায়।
তবে এ দিনের গ্রেফতারিতে সন্তুষ্ট নন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামীর খুনের ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছেন। ইতিমধ্যেই তিনি দাবি করেছেন, আইসি সঞ্জীব ঘোষ না কি তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন নিহতকে। পূর্ণিমার প্রশ্ন, তা হলে আইসি-কে কেন গ্রেফতার করা হবে না।
আরো পড়ুন:South 24 Parganas:মিড-ডে মিলের ঝগড়া মেটাতে এসে থাপ্পড় খেলেন তৃণমূল নেতা নিজেই