BSF-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনার অনুমতি দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহ পর ফের মঙ্গলবার বিধানসভায় BSF-এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ হয়।
এই প্রস্তাবের সমর্থনে পড়েছিল ১১২টি ভোট এবং বিপক্ষে পড়েছিল ৬৩টি ভোট। এদিন BSF এর এক্তিয়ার নিয়ে উত্তপ্ত হয় বিধানসভা।
এদিন রুল বুক অনুযায়ী BSF এর এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাব আনা হয়েছিল। এই নিয়ে উত্তপ্ত হয়েছিল বঙ্গ বিধানসভা।
মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়(Partha Chottopadhyay) বলেন, ‘কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত করবে। কেন্দ্র অবিলম্বে তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিক আমাদের এটাই দাবী।
এই সিদ্ধান্ত সম্পূর্ণ সংবিধান বিরোধী, এই বিল পাসের মাধ্যমে রাজ্যের অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই BSF বিষয়ক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে কেন্দ্র।’
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবে এক্তিয়ার বাড়ানো হয়েছে BSF-এর। এই তিন রাজ্যে সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত তল্লাশি চালানোর এক্তিয়ার দেওয়া হয়েছিল সীমান্ত বাহিনীকে।
শুধু তাই নয়, কোনও সন্দেহভাজন ব্যক্তিকে সেই মুহূর্তে গ্রেফতার করা যাবে এমন অধিকারও দেওয়া হয়েছিল। এরপরেই এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিধানসভার অন্যান্য মন্ত্রীরা।
ইতিমধ্যেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলেও জানা গেছে।