রাশিয়ার কিংবদন্তী টেনিস তারকা ডানিল মেদভেদেভ (Daniil Medvedev)। ফরাসি ওপেনে সম্ভবত খেলতে দেখা যাবে না তাঁকে‌। রাশিয়ার এই টেনিস তারকার হার্নিয়ার অস্ত্রোপচার হবে। তাঁর শারীরিক সমস্যার কথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন।

অস্ত্রোপচারের জন্য এক থেকে দু’মাস কোর্টের বাইরে থাকতে হবে বিশ্বের দু’নম্বর টেনিস তারকা মেদভেদেভকে (Daniil Medvedev)। সূত্রের খবর, গত বছর ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর চলতি বছরের শুরুতেই অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে হেরেছেন রাফায়েল নাদালের কাছে। এবার শারীরিক সমস্যার কারণে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম সম্ভবত খেলতে পারবেন না তিনি। খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ মন্টে কার্লো মাস্টার্স। পাশাপাশি খেলা হবে না মাদ্রিদ এবং রোম ওপেনেও।

আরও পড়ুন: Lockie Ferguson: গুজরাত-দিল্লি ম্যাচে, ম্যাচের সেরা লকি ফার্গুসন

মেদভেদেভ (Daniil Medvedev) তাঁর টুইটারে লিখেছেন, ‘‘হার্নিয়ার ছোট সমস্যা নিয়েই এক মাস ধরে খেলছি। আমি এবং দলের সকলে আলোচনা করে স্থির করেছি, ছোট সমস্যার স্থায়ী সমাধান করে নেওয়াই ভাল। মনে এক-দু’মাস খেলতে পারব না। পরে কঠিন পরিশ্রম করে আবার কোর্টে ফিরব।’’