‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা প্রসঙ্গে একের পর এক মন্তব্যের জেরে সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Kejriwal)
বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি।
এ প্রসঙ্গে এবার মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল।
বৃহস্পতিবার কেজরি বলেন, “দেশের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। কিন্তু এই ধরনের গুণ্ডামিতে দেশের অগ্রগতি কখনই হবে না।”
বাড়িতে হামলার ঘটনায় অরবিন্দ কেজরিওয়াল জানান, “কেজরিওয়াল গুরুত্বপূর্ণ নয়।
আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, যে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত। তবে এই ধরনের গুন্ডামি দেশের অগ্রগতির জন্য সঠিক পথ নয়।”
পাশাপাশি তিনি আরো বলেন, একবিংশ শতাব্দীর ভারতে প্রেম ও ভালোবাসা দিয়ে কাজ হওয়া উচিত। মারপিট গুন্ডামিতে ৭৫ বছর নষ্ট হয়েছে।
এরপর বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “যদি দেশের শাসক দল রাজধানীতে দাঁড়িয়ে গুন্ডামি করে তবে যুব সম্প্রদায়ের কাছে কী বার্তা যাবে?”
উল্লেখ্য, দ্য কাশ্মীর ফাইলস নিয়ে একের পর এক মন্তব্যে গত ৩০ মার্চ কেজরির বাসভবনে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
পাশাপাশি এই ঘটনায় দিল্লি পুলিশের গাফিলতির অভিযোগ তুলে দিলে হাইকোর্টে মামলা।
যেখানে আম আদমি বিধায়ক সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেছেন দুষ্কৃতীদের আটকানোর পরিবর্তে তাদের কেজরির বাড়িতে প্রবেশের সুবিধা করে দিয়েছে দিল্লি পুলিশ।