দিন দিন লাগামছাড়া হয়েছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি।এবার সেই প্রসঙ্গ টেনেই কেন্দ্রের মোদি সরকারকে রীতিমত তুলোধোনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।বুধবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করে তোপ দেগে টুইট করেছেন হাত শিবিরের নেতা।

 

জানা যায় এদিনের টুইট বার্তায় তিনি লেখেন,’ প্রধানমন্ত্রীর প্রতিদিনের করণীয় তালিকা- ১) পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম কত বাড়বে,২) কীভাবে জনগণের খরচ নিয়ে আলোচনা বন্ধ করা যায়, ৩) কীভাবে যুবকদের কর্মসংস্থানের ফাঁপা স্বপ্ন দেখানো যায়,৪) কোন পাবলিক সেক্টর প্রাইভেট কোম্পানিকে বিক্রি করা যায় এবং ৫) কীভাবে কৃষকদের আরও অসহায় করে তোলা যায়।’

 

উল্লেখ্য চলতি সপ্তাহের বুধবার ফের প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম ৮০ পয়সা বেড়েছে। ফলে গত নয়দিন থেকে এখনও অবধি পেট্রোপণ্যের দৈনিক যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে তার ফলে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে মোট ৫.৬০ টাকা।এই মূল্যবৃদ্ধির ফলে রীতিমত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।তাই প্রতিদিন এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছেন রাজনৈতিক মহল।এবার সরাসরি কেন্দ্রের মোদি সরকারকে তুলোধোনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

 

আরো পড়ুন:Petrol-Diesel: বিরাম নেই মূল্যবৃদ্ধিতে, ১১৫ এর গণ্ডি টপকালো পেট্রোল