বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘কাশ্মীর ফাইলস’ (Kashmir Files) নিয়ে মন্তব্যের জের।
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি দলের মূল কাণ্ডারি অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হামলা চালাল বিজেপি দলের কর্মী সমর্থকরা।
জানা যাচ্ছে, এদিন সকালে কেজরিওয়ালের বাড়ির সামনে চড়াও হন একদল বিজেপির কর্মী সমর্থক।
তাঁদের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। এই হামলায় কেজরিওয়ালের বাসভবনের মূল ফটক, তাঁর বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর।
এই ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের নেতৃত্বে
বিজেপি যুব মোর্চার একটি দল দিল্লির আইপি কলেজের সামনে থেকে বিক্ষোভ দেখাতে দেখাতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছায়।
তাঁরা মূলত ‘কাশ্মীর ফাাইলস’ (Kashmir Files) নিয়ে বিধানসভায় করা অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের বিরোধিতা করে এই বিক্ষোভ প্রদর্শন করছিল।
এরপরেই দুপুর দেড়টার দিকে তাঁরা জোর করে ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছানোর চেষ্টা করে।
একের পর এক ব্যারিকেড ভেঙে তাঁরা মূল ফটকের সামনে পৌঁছায় এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের মূল দরজায় গেরুয়া রং নিক্ষেপ করে।
তাঁদের এমন আকস্মিক হামলায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের সিসি ক্যামেরাও ভেঙে গিয়েছে বলে খবর।
এই ঘটনার ব্যাপক নিন্দা করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া
টুইটারে লিখেছেন, ‘বিজেপির গুন্ডারা অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি
ভাঙচুর করেছে। শুধু তাই নয়, তিনি বলেন, ‘বিজেপি পুলিশ ওদের আটকানোর বদলে ওদের আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায় নিয়ে এসেছিল।’