কলকাতা হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondol)।সিঙ্গল বেঞ্চের পর এবার ‘রক্ষাকবচ’ চেয়ে আর্জি খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চেও।ফলে বহাল থাকছে সিঙ্গল বেঞ্চের নির্দেশই।

 

সূত্রের খবর গরু পাচার মামলায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘রক্ষাকবচ’ চেয়ে। প্রথমে আবেদন করেছিলেন সিঙ্গেল বেঞ্চে।প্রথমে আবেদন করেছিলেন সিঙ্গেল বেঞ্চে।সেখানে তাঁকে জানিয়ে দেওয়া হয় কোন মামলায় বার বার সিবিআইয়ের হাত বাঁধতে পারবে না আদালত। তাঁকে হাজিরা দিতে হবে সিবিআইয়ের কাছে। পড়তে হবে জিজ্ঞাসাবাদের মুখে। সেই রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

 

 

জানা যায় সেই নির্দেশের পরেও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondol)আবারও ‘রক্ষাকবচ’ চেয়ে আবেদন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। কিন্তু মঙ্গলবার সেই বেঞ্চও তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ও সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে। অর্থাত্‍ অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের কার্যালয়ে গিয়ে হাজিরা দিতেই হবে। গরু পাচার চক্রে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হবে এবার।

 

আরো পড়ুন:Abhishek Banerjee:ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি দপ্তরে হাজিরা এড়ালেন অভিষেক