বহুদিন হয়ে গেছে বাংলার মানুষ দেব আর শুভশ্রীর (Dev-Subhashree) জুটিকে খুব মিস করেছেন।
কিন্তু এবার তাদের জন্য রয়েছে সুখবর কারণ আবার তারা তাদের পছন্দের জুটিকে একসাথে স্ক্রিনে দেখতে পাবেন।
২০১৬ সালে ধুমকেতু নামক একটি ছবির শুটিং হয় এবং সেই ছবিটি আইনি জটিলতার কারণে গত ছয় বছরে মুক্তি হয়নি।
কিন্তু অবশেষে রবিবার দুপুর বেলা প্রযোজক রানা সরকার খবর পেয়েছেন যে ছবিটি (Dev-Subhashree) মুক্তি নিয়ে আর কোন সমস্যা নেই এবং রানা ধুমকেতু অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে সেই খবর মানুষকে জানান।
তাছাড়া সিনেমার কিছু অংশ মানুষকে দেখানো হয়।
প্রসঙ্গত উল্লেখ্য এ ছবি চার কোটি টাকা খরচ করে শুট করা হয়েছিল।
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করেছিলেন।
এই ছবিটির প্রযোজক জানিয়েছেন ছবি নিয়ে খুবই উৎসাহ দেব ও শুভশ্রী এর (Dev-Subhashree)।
সাহায্যের জন্য এগিয়ে এসেছেন এসভিএফ ও। কেবল মুম্বাইয়ের একটি কোম্পানির তরফ থেকে এখনো কিছু বাধা আছে যেটা খুব শিগগিরই কেটে যাবে বলে আশা করা হচ্ছে।
চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ এবং ভারত দুটো জায়গাতেই যাতে এই ছবিটি মুক্তি পেতে পারে।
তবে কিশমিশ মুক্তি পাওয়ার পরেই এই ছবির মুক্তির তারিখ সঠিকভাবে জানা যাবে বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন : Manabjamin : শ্রীজাত পরিচালিত প্রথম ছবি “মানবজমিন “