বিষ খেয়ে এবার আত্মহত্যার চেষ্টা করলেন তৃণমূল কাউন্সিলের স্বামী।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।দলের কিছু নেতা তাঁর স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।দাবি করেন,সদ্য জয়ী কাউন্সিলার পৌশালী দাস সরকার।

 

 

সূত্রের খবর সদ্য পুরসভা ভোটে জয়ী হয় ২৫নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পৌশালী দাস সরকার।শনিবার সন্ধ্যায় বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁর স্বামী শান্তনু সরকার। তড়িঘড়ি তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকেরা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন পুরসভার ভাইস চেয়ারম্যান, জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন তিনি।

 

 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউন্সিলর পৌষালি দেবী অভিযোগের আঙুল তুলেছেন দলের একাংশের দিকেই। তাঁর দাবি বহুদিন ধরেই আত্মহত্যার প্ররোচনা দেওয়া হচ্ছিল তাঁর স্বামীকে। তিনি বলেন, ‘পুরভোটের আগে থেকেই আমার স্বামীকে আত্মহত্যার প্ররোচনা দিচ্ছিল দলেরই কিছু লোক। বিষয়টি দলকে জানাবো। দলীয়ভাবে জানালে নিশ্চয়ই সুবিচার পাওয়া যাবে।’এই অভিযোগ জানানোর প্রসঙ্গে সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, পৌষালী দেবী অভিযোগ জানালে নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে দল। এবং সেই মতন বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুরো ব্যাপারটি সম্পর্কে এখনও অবধি পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।

 

আরো পড়ুন:Jhalda:কংগ্রেস কাউন্সিলার খুনে এবার হাই কোর্টে দ্বারস্থ হল নিহতের স্ত্রী