28 দিনে 44 টি ম্যাচের এই T20 World Cup টুর্নামেন্টের শেষ পর্যন্ত বিশ্ব জয় করল অস্ট্রেলিয়া (Australia)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে 8 উইকেটে দুর্দান্ত জয়লাভ করল অ্যারন ফিঞ্চ এর হলুদ আর্মি।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করে অস্ট্রেলিয়া (T20 World Cup)। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড 172 রানের বড় লক্ষ্যমাত্রা রাখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মাত্র 48 বলে 85 রান করে ম্যাচ কে অনেকটা এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (Kane Williamson)।

আরও পড়ুন : Tripura: পুরভোটের আগে ত্রিপুরার জন্য খরচ ৭০০ কোটি

অন্যদিকে 173 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত একটি ইনিংস অস্ট্রেলিয়া। 50 বলে 77 রান করে ম্যাচ জেতান মিচেল মার্শ, ওপেনিং এ নেমে 38 বলে 53 রান করে ম্যাচ কে অনেকটাই এগিয়ে নিয়ে যান ডেভিড ওয়ার্নার।

অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার এর বড় দু’টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট, কিন্তু তারপরও মিচেল মার্শ ম্যাক্সওয়েলের পার্টনারশিপে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা কে জয় লাভ করে অস্ট্রেলিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিং অর্ডারে একমাত্র 3 উইকেট নিয়ে একমাত্র উইকেট টেকার জশ হ্যাজলউড।

অ্যারন ফিঞ্চের প্রতিনিধিত্ব এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়লাভ করলো অস্ট্রেলিয়া। এরকম কঠিন ব্যাটিং অর্ডারে জন্য এই জন্য আগামী দিনে আরো অনেক সফলতা শিখরে পৌঁছতে পারবে অস্ট্রেলিয়া এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমী মানুষরা।

এই টুর্নামেন্ট দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে পৌঁছানো নিউজিল্যান্ডের সাথে আগামী সিরিজে মুখোমুখি হবে ইন্ডিয়া।