পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার (Pakistan vs Australia) টেস্ট ম্যাচ নিয়ে ছিল টানটান উত্তেজনা। তৃতীয় টেস্টের শেষ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সবক’টি উইকেট ফেলে দিয়ে ম্যাচ এবং সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। শেষ দিনে পাকিস্তানকে ২৩৫ রানে শেষ করে দিল তারা। জিতল ১১৫ রানে।
সূত্রের খবর, পাক-অস্ট্রেলিয়া (Pakistan vs Australia) ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে একটিও উইকেট হারায়নি পাকিস্তান। শেষ দিন তাদের দরকার ছিল ২৭৮ রান। কিন্তু খেলা শুরুর কিছুক্ষণ পরেই প্রথম উইকেট হারায় তারা। ফিরে যান আবদুল্লা শফিক (২৭)।
আরও পড়ুন: David Warner: আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ালেন ওয়ার্নার
অন্যদিকে একশো পেরোনোর পরেই ফেরেন আজহার আলি। ওপেনার ইমাম উল-হকের সঙ্গে জুটি গড়ছিলেন বাবর আজম। কিন্তু ৭০ রানের মাথায় ফেরেন ইমাম। বাবর তবু ধৈর্য ধরে ক্রিজে পড়েছিলেন। কিন্তু উল্টোদিকে কোনও সতীর্থকেই পাচ্ছিলেন না সঙ্গ দেওয়ার জন্য। অর্ধশতরান করে তিনি আউট হতেই পাকিস্তানের সব স্বপ্ন হয়ে যায় শেষ। (Pakistan vs Australia)