মাইলস্টোন অতিক্রম করল ‘আত্মনির্ভর ভারত’। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)।
তিনি জানান, আমাদের দেশ চলতি আর্থিক বছরে ৪০ হাজার কোটি ডলার বা ৩০ লক্ষ ৫৩ হাজার কোটি টাকার বেশি পণ্য রফতানি করেছে।
৩১ মার্চ চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগেই ওই লক্ষ্যমাত্রা অর্জন করা গিয়েছে।
গত আর্থিক বছরের তুলনায় রফতানি বেড়েছে ৩৭ শতাংশ।
মোদী (Modi) টুইট করে বলেন, ‘ভারত ৪০ হাজার কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করার লক্ষ্যমাত্রা স্থির করেছিল।
এই প্রথমবার সেই লক্ষ্যমাত্রা অর্জন করা গিয়েছে। সেজন্য আমি কৃষকদের অভিনন্দন জানাই।
একইসঙ্গে বয়নশিল্পী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মালিক এবং রফতানিকারীদেরও প্রশংসা করি।
আত্মনির্ভর ভারতের মূলমন্ত্র ছিল লোকাল গোজ গ্লোবাল। সেই নীতি বাস্তবায়িত হয়েছে।’
ভারতের রফতানি কীভাবে বেড়েছে, তার একটি গ্রাফিক্সও টুইটারে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
রফতানি বাড়ানোর জন্য বিভিন্ন রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে কেন্দ্রীয় সরকার।
এছাড়া বিভিন্ন এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এবং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।
চলতি আর্থিক বছরে প্রতি মাসে ৩৩০০ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করা হয়েছে। অর্থাত্ প্রতিদিন রফতানি করা হয়েছে ১০০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য।
যে পণ্যগুলি সবচেয়ে বেশি রফতানি করা হয়েছে, তাদের মধ্যে আছে পেট্রলিয়ামজাত পণ্য, বৈদ্যুতিন পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য, চামড়া, কফি, প্ল্যাস্টিক, রেডিমেড পোশাক, মাংস ও দুগ্ধজাত নানা দ্রব্য।
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায় বলেন, রফতানির ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি।
আমাদের কন্টেনারের অভাব রয়েছে। পণ্যমাশুলও দিতে হয় যথেষ্ট। কাঁচা টাকার যোগানের অভাব আছে।
এত প্রতিবন্ধকতা সত্ত্বেও রফতানির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারা বিরাট ব্যাপার।