মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মতোই গ্রেফতার রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেন।তারাপীঠের একটি হোটেল থেকেই গ্রেফতার করা হয় তাকে।দলের নেতা হয়েও মুখ্যমন্ত্রীর রোষানল থেকে রেহাই পেলেন না তিনি। রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

 

এদিন বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা বলেন সেদিন রাতে আক্রান্ত-ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে। নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলার পর বগটুই গ্রামে দাঁড়িয়েই আনারুলকে গ্রেফতারের জন্য প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন, “অবিলম্বে আনারুলকে গ্রেফতার করতে হবে। হয় আনারুল আত্মসমর্পণ করুক, কিংবা যেখান থেকে হোক ওকে গ্রেফতার করা হোক।”

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশের এক ঘন্টার মধ্যেই দেখা যায় আনারুলের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। যদিও আনারুলকে সেখানে পাওয়া যায়নি। তবে তাঁর বাড়ি ঘিরে রাখেন তাঁর অনুগামীরাও। তাঁদের দাবি আনারুলকে ফাঁসানো হয়েছে। আনারুল এই ঘটনায় জড়িত নয়। মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তাঁরা পুলিশকে অনুরোধ করবেন মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হলেও তাঁর সঙ্গে যেন কোনও দুর্ব্যবহার না করা হয়। যদিও পুলিশ জানিয়েছে আনারুল আত্মসমর্পণ না করলে তাঁরা কঠোর হতে বাধ্য হবেন। যদিও তার মধ্যেই আনারুল জানায়, তিনি নির্দোষ। জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করবেন তিনি। ঘটনার দিন রাতে তিনি হাসপাতালে ছিলেন বলেও তিনি জানিয়েছিলেন। কিন্তু কোনও কিছুতেই শেষ রক্ষা হল না। গ্রেফতার হতেই হল আনারুল হোসেনকে।

 

আরো পড়ুন:Mamata : বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা