বাঙালি অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee) ৫৭ বছর বয়সে মারা গেছেন

বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালি অভিনেতা অভিষেক চ্যাটার্জি।

মাত্র ৫৭ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতাকে ইন্ডাস্ট্রি হারালো , গত দুই বা তিন দিন ধরে পেটের রোগে ভুগছিলেন।

বুধবার একটি রিয়েলিটি শো-এর শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

অভিনেতার (Abhishek Chatterjee) মৃত্যুর খবরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তথা টলিউড শোকে মুহ্যমান।

মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও,ভরত কল একটি নামকরা পত্রিকাকে বলেছেন,

যে অভিনেতা কয়েকদিন আগে একটি রিয়েলিটি শোয়ের শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন।

তিনি বলেন , “অভিষেক প্রথম মঙ্গলবার খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় কিছুক্ষণ শুটিং করার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বুধবার স্টার জলসার রিয়েলিটি শো ‘স্মার্ট পেয়ার’-এর শুটিং করতে এসেছিলেন তিনি। হঠাৎ তার রক্তচাপ ৬০-এ নেমে আসে। সঙ্গে সঙ্গে তাকে ব্ল্যাক কফি দেওয়া হয়।

দুপুর আড়াইটার দিকে আমরা তাঁকে ফেরত পাঠাই। এটাই ছিল আমাদের শেষ দেখা। ”

অভিষেক চ্যাটার্জী (Abhishek Chatterjee) ১৯৮৬ সালে সন্ধ্যা রায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পল এবং উৎপল দত্তের মতো অভিজ্ঞদের সাথে ,

তরুণ মজুমদারের বাংলা চলচ্চিত্র পথভোলা দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সুরের আকাশে, ওরা চারজন, অর্জুন আমার নাম, তুমি কত সুন্দর, তুফান, মরিয়দা, আমার প্রেম, পাপি, সবুজ সাথী, হারনার নাত জামাই, মায়ার আঁচল প্রভৃতি।

টেলিভিশনেও কাজ করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। বর্তমানে তিনি ‘খড়কুটো ‘ নামক একটি বাংলা সিরিয়ালে কাজ করছিলেন।

তাঁর এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুন :Zomato: আরো কম সময়ে এবার থেকে ডেলিভারি জোম্যাটোর, সংস্থার সিইওর নয়া ঘোষণা