গত একমাস ধরে প্রেসিডেন্সির পড়ুয়ারা আন্দোলন করছিল হোস্টেল খোলার জন্য। তার সত্বেও কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। হিন্দু হোস্টেল দখলের পর এবার দখল নিল সটলেক বিএফ ব্লকের গার্লস হোস্টেল(Girl’s hostel )। তাদের দাবি অনেক অনেক দূর দূরান্ত থেকে কলকাতায় পড়তে আসে। বাহিরে দিয়ে টাকা দিয়ে থাকার মতো ক্ষমতা অনেকেরই নেই তাই তারা বাধ্য হচ্ছে আন্দোলন করতে।
লকডাউন খোলার পর সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হবার শুরু করলেও খোলেনি হোস্টেলে দরজা। বিগত এক মাস ধরে পড়ুয়ারা নয় ক্যাম্পাসেই রাত কাটাচ্ছিল আর নয়তো আত্মীয়স্বজন বা বন্ধু দের বাড়িতে।হোস্টেল খোলার দাবিতে দীর্ঘ এক মাস ধরে আন্দোলন করছিল পড়ুয়ারা তাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো রকম কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এরপর পড়ুয়ারা জোরপূর্বক হিন্দু হোস্টেল দখল করলেও আন্দোলন শুরু হয় আন্দোলন শুরু হয় গার্লস হোস্টেল (Girl’s hostel)খোলার দাবিতে
এদিন বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা সল্টলেকে গার্লস হোস্টেল( Girl’s hostel)এর সামনে হোস্টেল খোলা স্লোগান দিয়ে আন্দোলন শুরু করেন। তারপর মূল গেট ভেঙে ঢুকে পড়েন পড়ুয়ারা। নিজেদের হাতে চাবি তুলে নেয় তারা। পড়ুয়ারা অভিযোগ করেন সরকার নির্দেশ থাকা সত্বেও নাকি খোলা হচ্ছে না হিন্দু হোটেল।এদিকে অনেক দূর দূরান্ত থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তে পড়তে আসেন অনেক পড়ুয়ারাই। স্বাভাবিকভাবেই অনেক সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে তাদের। তাই তারা বাধ্য হচ্ছে আন্দোলন করতে।