মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata) বিমান বিভ্রাট সংক্রান্ত মামলায় এবার কেন্দ্রের কাছে রিপোর্ট তলব।

দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করল হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল।

সেই মামলার শুনানি ছিল সোমবার। সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়, তা নিয়ে কেন্দ্রকে অবস্থান জানাতে নির্দেশ

দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আগামী ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে গত ৪ ঠা মার্চ ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে বিভ্রাট হয়।

কলকাতায় অবতরণের আগে বিমানটি কাঁপতে শুরু করে। একইসঙ্গে যে উচ্চতায় বিমানটি ওড়ার কথা ছিল, তার থেকে অনেকটা নেমে আসে।

মুখ্যমন্ত্রী (Mamata) জানান, তাঁর বিমানের সামনে অন্য একটি বিমান এসে পড়ায় সমস্যা তৈরি হয়। এতটাই কাঁপছিল বিমানটি যে কোমরে আঘাতও পান তিনি।

তাঁর বক্তব্যে প্রশ্নের মুখে পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ। এর আগেও একবার তাঁর বিমান সমস্যার মুখে পড়েছিল।

মুখ্যমন্ত্রীর বিমান বারবার সমস্যার সম্মুখীন হচ্ছে। এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

দাবি করেন আবেদনকারীর আইনজীবী ফিরোজ এদুলজি।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, এই বিষয়ে নির্দিষ্ট বিভাগ থেকে ইনস্ট্রাকশন নিতে হবে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও বিষয়টি নিয়ে ইনস্ট্রাকশন নেবেন বলে আদালতকে জানিয়েছেন।