সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। অন্যদিকে, আসানসোলে মনোনয়ন জমা লোকসভা উপনির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহার।মনোনয়ন জমা দেওয়ার আগে বাবুল সুপ্রিয় বলেন, ”আমি অত্যন্ত আনন্দিত।যে সময় দলনেত্রী বলেছিলেন মনোনয়ন জমা দিতে, সেই সময়ই মনোনয়ন জমা দিচ্ছি। কোভিড বিধির জন্য স্ত্রী, সন্তানকে আনতে পারিনি। খারাপ লাগছে। কিন্তু আমি কখনও কোভিড বিধি ভাঙিনি। নেত্রী আজকেই মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই আজই দিলাম।”
এরপরই বিজেপি-কে নিশানা করেন তিনি বলেন, ”আমি একটা অন্য দল থেকে এসেছি। ওদের ফাঁদে পা দেব না। শুধু মানুষের জন্য কাজ করে যাব। দল বদল করা যদি অপরাধ হয়, কংগ্রেস থেকে যে এত নেতারা এসেছেন বিজেপিতে, তাদের নিয়ে কী বলবেন! আমার পাখির চোখ ১২ তারিখ। যখন যে দলে খেলতাম, সেখানেই সেরাটুকু দিয়েছি। এবার এই দলে খেলব, আগের থেকে ভালো খেলব।”
প্রসঙ্গত আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচন।তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার মনোনয়ন জমা জমা দিলেন বাবুল সুপ্রিয়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিষ কুমার এবং দু’জন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং সুদর্শনা ঘোষ।এর সাথে আজই আসানসোলে মনোনয়ন জমা দিলেন বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহা। আসানসোলে মনোনয়ন জমা দেন তিনি। তাঁকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বহিরাগত বললেও তিনি তাতে পাত্তা দেননি। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেন তিনি। তার সঙ্গে ছিলেন মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসানসোলের জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি।