নরেন্দ্র মোদির (Modi) মুকুটে ফের নতুন পালক। গ্রহণযোগ্যতার বিচারে পৃথিবীর মধ্যে সেরার আসনে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশ্বের ১৩ জন রাষ্ট্রনেতার মধ্যে এক নম্বরে রয়েছেন মোদি। আমেরিকার সংস্থা যারা রাষ্ট্রনেতাদের গ্রহণযোগ্যতার সমীক্ষা করে থাকে, তারা এই সমীক্ষা করেছে।

সপ্তাহে সপ্তাহে এই সমীক্ষার তথ্য নতুন করে নেওয়া হয়। এবার ৭৭ শতাংশ পেয়ে সবার প্রথমে রয়েছেন নরেন্দ্র মোদি (Modi)। পিছনে ফেলেছেন একাধিক রাষ্ট্রনেতাকে।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্য়ানুয়েল লোপেজ ওব্রাডর , ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি,

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

এই সমীক্ষা কোনও দেশের সাবালকদের থেকে পাওয়া তথ্যের সাতদিনের চলমান গড়ের উপর নিভর করে তৈরি হয়।

সংস্থার তরফে জানানো হয়েছে, আমেরিকায় গড় স্যাম্পেল সাইজ ৪৫ হাজার। অন্য দেশগুলিতে স্যাম্পেলের আয়তন গড়ে তিন থেকে পাঁচ হাজার।

দেশের জনসংখ্যার সাপেক্ষে স্যাম্পেল বাছাই হয়েছে। ভারতের ক্ষেত্রে জনগণের ‘শিক্ষিত’ অংশের সংখ্যার উপর ভিত্তি করে স্যাম্পেল

নির্ধারিত হয়েছে। সমীক্ষার তথ্য জোগাড়ের পুরো প্রক্রিয়াই অনলাইন পদ্ধতিতে হয়েছে।

সমীক্ষার একটি অংশে প্রশ্ন করা হয়েছে, তাঁদের দেশ কি ঠিকপথে চলছে? নাকি ভুলপথে দেশ এগোচ্ছে? এই নিয়ে প্রশ্ন করা হয়।

২০২১ সালের মে মাসে ৫৩ শতাংশ মনে করেছিলেন দেশ ঠিকপথে এগোচ্ছে। চলতি বছরের মার্চে সেই সংখ্যা অনেকটাই বেড়েছে।

১৫ মার্চে, দেখা গিয়েছে ৭৫ শতাংশই মনে করছেন দেশের অগ্রগতি ঠিক পথেই হচ্ছে।