যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন থেকে ফিরে এসেছেন ভারতীয় পড়ুয়ারা (students)। এই মুহূর্তে ভবিষ্যত নিয়ে চিন্তায় তাঁরা।
কোর্স কীভাবে কমপ্লিট হবে, ভারতে কি আদৌ শেষ করা যাবে, অন্য দেশে সুযোগ পাওয়া যাবে কি না, ইত্যাদি বহু প্রশ্নচিহ্ন রয়েছে। এর মধ্যেই কিছুটা সুখবর।
অনলাইনে ভারত ফেরত পড়ুয়াদের (students) ক্লাস নিচ্ছেন ইউক্রেনের ইউনিভার্সিটির শিক্ষকরা। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পঠন-পাঠন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
সব নয়, তবে পশ্চিম ইউক্রেনের কিছু বিশ্ববিদ্যালয় ‘জুম কল’-এর সাহায্যে পড়াশোনা চলছে। এই ঘটনায় অত্যন্ত খুশি পড়ুয়ারা।
দানিলো হ্যালিতস্কি লিভিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের পড়ুয়া আহতেশাম জাহিদ যুদ্ধ পরিস্থিতিতে উত্তরপ্রদেশে তাঁর বাড়ি ফিরে এসেছেন।
অনলাইনে ফের লেখাপড়া চালু হওয়ায় তিনি বললেন, ‘আমরা অত্যন্ত স্বস্তি বোধ করছি… আমরা অন্তত সিলেবাসের গতির সঙ্গে খাপ খাইয়ে চলতে পারব। যুদ্ধের মধ্যেও ক্লাস নিচ্ছেন শিক্ষকরা, তাঁদের ধন্যবাদ।’
হৃদযন্ত্রের সমস্যা সংক্রান্ত একটি বিষয় নিয়ে শিক্ষক আন্দ্রি বাজিলেভিচের ক্লাস করেছেন জাহিদ।
এই শিক্ষকই গত তিনরাত বাড়ির বেসমেন্টে লুকিয়ে থেকেছেন। থেকে থেকে সাইরেনের আওয়াজ শুনেছেন।
কিন্তু ক্লাস নেওয়ার সময় যুদ্ধ নিয়ে কথা বলে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি তিনি। সোজা পড়াশোনার বিষয়বস্তুতে ঢুকেছেন।
মিনিটে মিনিটে ছাত্রছাত্রীদের প্রশ্ন করেছেন। ওই ক্লাসে যোগ দিয়েছিলেন ১৪ জন ভারতীয় পড়ুয়া।
তাঁদের একটাই প্রার্থনা, শিক্ষকরা যেন নিরাপদে অক্ষত অবস্থায় থাকেন।