এ বছর হচ্ছে না বসন্ত উৎসব(,Basanta utsav)জানিয়ে দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । একটি ভিডিও সামনে আসেন সেখানে তিনি বলেন বসন্ত উৎসবের সময় সরকার ও রাজ্য পুলিশ প্রশাসনের সেই রকম সহযোগিতা পাওয়া যায় না তাই ঘরোয়াভাবেই হবে বসন্ত উৎসব। নিজের মতো করে উৎসব পালন করবে বিশ্ববিদ্যালয় ।

 

বসন্ত মানেই শান্তিনিকেতন কিন্তু গত দু’বছর ধরে করোনার দরুন বন্ধ ছিল শান্তিনিকেতনের বসন্ত উৎসব (Basanta utsav)।অল্প সংখ্যক ছাত্রছাত্রী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় অধিকারীদের ছাড়া সর্বসাধারণের প্রবেশ করা নিষিদ্ধ ছিল। বিশ্বভারতীর সূত্রে জানা গিয়েছে এদিন বিশ্বভারতীর অধ্যাপক , উপাচার্য বিভিন্ন কর্মীও মন্ডল এর সদস্যরা একটা অনলাইনে বৈঠক করেন বসন্ত উৎসব প্রসঙ্গে।

 

অন্যদিকে বসন্ত উৎসব( Basanta utsav)না হওয়ায় কপালে ভাঁজ পড়েছে দূর দূরান্ত থেকে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের। তারা আশা করেছিল করোনার দরুন উৎসব বন্ধ থাকায় পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। বসন্ত উৎসবের আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উপচার্যের মন্তব্য আশায় জল ঢেলে দেয় সাধারণ মানুষের মনে ।

আরও পড়ুন

Tangra : ট্যাংরায় ভয়াবহ আগুন, আহত দুজন দমকলকর্মী