এবার থেকে বেসরকারি বাসে বেশি ভাড়া নিলে বাসের টিকিট নিয়ে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। পেট্রোল-ডিজেলের বদলে পরিবহন নিগমের বাসগুলোকে সিএনজিতে পরিবর্তন করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জ্বালানির মাধ্যমে সাশ্রয়ে জোর দিতে ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি এবং সিএনজি চালিত গাড়ির ক্ষেত্রে রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফিও মুকুব করেছে রাজ্য সরকার।

শনিবার কলকাতা পৌরসভার তরফে আয়োজিত ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেসরকারি বাসের বেশি ভাড়া নেওয়ার বিষয়ে অভিযোগ জানান এক ব্যক্তি। সেখানেই ফিরহাদ হাকিম(Firhad Hakim) পরামর্শ দেন বেসরকারি বাসে বেশি ভাড়া নিলে জানো বাসের টিকিট নিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়। তিনি বলেন, ‘বেসরকারি বাস জোর করে বেশি ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টিকিট নিয়ে এফআইআর করুন।’

পুলিশে এফআইআর করার পাশাপাশি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানোর কথা বলেন তিনি। সিএনজি চালিত ও ব্যাটারি চালিত বাসের বিষয়ে তিনি বলেন, ‘আমরা কিছু কিছু সিএনজি বাস চালাতে শুরু করেছি। কিন্তু আমরা ব্যাটারিচালিত বাস রাস্তায় নামাতে চাই। তবে উপযুক্ত মাত্রায় লিথিয়াম ব্যাটারি না পাওয়ার কারণে সেটা চালাতে পারছি না। লিথিয়াম উত্‍পাদনের বেশিরভাগ অংশই চীন তুলে নেয়। কিছুটা অস্ট্রেলিয়া তৈরি করে। ফলে লিথিয়ামের সঙ্কটের কারণে ব্যাটারিচালিত বাস নামাতে সমস্যা হচ্ছে। একটি সংস্থার সঙ্গে চীনের একটি চুক্তি হচ্ছে। ফলে লিথিয়াম ব্যাটারি পাওয়ার জন্য আশার আলো দেখা যাচ্ছে।’