ভুজের জনসভা থেকে পাকিস্তানকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সোজাসাপটা বলেন, “আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হল ভারত। পাকিস্তান (Pakistan) কোথায় দাঁড়িয়ে আছে, নিজেরাই ভাবুন।”* সন্ত্রাসবাদকে ‘রোগ’ আখ্যা দিয়ে তিনি বলেন, “এই ব্যাধি থেকে পাকিস্তানকে মুক্ত করতে পারে একমাত্র ওদেশের সাধারণ মানুষই। তাদের সচেতন হওয়া দরকার, বিশেষ করে যুবসমাজের। শান্তি ও উন্নতির পথ বেছে নেওয়াটাই এখন জরুরি।”
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের সুরে সুর মিলিয়ে মোদি বলেন, “সন্ত্রাস পাকিস্তানের রপ্তানিপণ্য হয়ে উঠেছে। ওদের মাটিই এখন জঙ্গিদের আঁতুড়ঘর।” একই সঙ্গে মোদি ভারতীয় সেনার সাম্প্রতিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে বলেন, “এটা শুধু সেনা অভিযান নয়, এটা আমাদের সংস্কৃতি, আবেগ ও আত্মসম্মানের প্রতীক। যদি কেউ আমাদের মেয়েদের সিঁদুর মুছতে চায়, তার পরিণতি নিশ্চিত।”
গুজরাট সফরে অপারেশন সিঁদুরের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। ভদোদরার রোড শো ছিল জনস্রোতের চিত্র। জাতীয় পতাকা হাতে অসংখ্য মানুষ রাস্তায়, মহিলাদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। পুষ্পবৃষ্টি ও ‘জয় হো’ স্লোগানে বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রীর আগমন।
আরও পড়ুন:Subhendu Adhikari: স্বার্থের জন্য শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকাও ধরতে পারে