মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেল আমির খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার। এই ছবির মাধ্যমে প্রায় তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন বলিউড তারকা। তবে ট্রেলার মুক্তির আগে, আমির খানের (Amir Khan) প্রযোজনা সংস্থা ‘আমির খান প্রোডাকশনস’ ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর জওয়ানদের অভিনন্দন জানায় এবং জাতির সুরক্ষা ও নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

 

বিবৃতিতে লেখা হয়, “অপারেশন সিঁদুরের বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং আমাদের জাতির নিরাপত্তার প্রতি অটল অঙ্গীকারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর নেতৃত্ব এবং সংকল্পের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।”

 

তবে এই বার্তাকে ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন, এতদিন দেশের পরিস্থিতি নিয়ে মুখ না খুলে এখন হঠাৎ এই বার্তা কেন? অনেকে মনে করছেন, এটি আসলে তাঁর নতুন ছবির প্রচারণার অংশ। ফলে এক্স-এ (পূর্বতন টুইটার) বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেন্ড করতে থাকে **#BoycottAamirKhan** হ্যাশট্যাগ।

 

একজন ব্যবহারকারী লেখেন, “ছবির প্রচারের জন্যই কি এই বার্তা? এখন মুখ খুলছেন, আগে কেন চুপ ছিলেন?” আরেকজন লেখেন, “যখন দেশের মানুষ বা সেনাবাহিনী রক্ত ঝরাচ্ছিল, তখন কোথায় ছিলেন? এখন ছবি রিলিজের আগে এসে দেশপ্রেম জাহির করছেন!”

 

তবে এই বিতর্কের মাঝেও অনেকেই তাঁর বার্তাটিকে সম্মান জানিয়েছেন ও দেরিতে হলেও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরো পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *